- Advertisement -
শবে বরাত পয়গাম দিলো
মাহে রমজানের ভাই,
রহমত নাজাত মাগফিরাতের
মাস আসছে চলে তাই।
ধরার বুকে বইছে এবার
জান্নাতের ঐ হাওয়া,
বার মাসে শ্রেষ্ঠ এ মাস
একটিই যায় পাওয়া।
মুমিন প্রাণে দোল লেগেছে
আনন্দ খুব মনে,
গোনাহ মাফের সময় এলো
খুশি সবার প্রাণে।
ইবাদত হবে প্রাণ খুলে
আল্লাহ্ পাকের তরে,
মুমিন পেল মহা সুযোগ
পূর্ণ্য হৃদয় ভরে।
পবিত্র কুরআন হয় নাযিল
রমজান মাসে জানি,
কুরআন মাজীদ শ্রেষ্ঠ গ্রন্থ
মুসলিম সবাই মানি।
- Advertisement -