চিনি বাবুর দাম বেড়েছে
দিনের পর দিন,
পেঁয়াজ বাবু বেশ আরামে
নাচে তা ধিন ধিন।
আলু পেঁপের দাম বেড়েছে
কাঁচা মরিচ আদা,
প্রতিদিন যে দাম বেড়েছে
বলে আমার দাদা।
মিথ্যা নয় যে সত্যি কথাই
গরীব কেঁদে ভাসে,
সিন্ডিকেটে দেশ আমার
ধনীরা যায় হেসে।
তেলের কথা নাইবা বলি
মাছে ভাতের দেশ।
পটল শসা ঝিঙে ঢেঁড়স
তাঁহারা আছে বেশ।