বৈশাখ জ্যৈষ্ঠ যাচ্ছে চলেই
আষাঢ় নিচ্ছে খোঁজ,
ইচ্ছে মতোন থাকবে নিজেই
নিচ্ছে খবর রোজ।
সকাল বেলায় একটু এসেই
যাচ্ছে চলেই সে যে,
নিশিতেও আসে হঠাৎ করেই
রিমঝিম ধ্বনি বাজে।
তার ছোঁয়াতেই শীতল শরীর
একটু আরাম লাগে,
বর্ষার দিনে বই পড়িতেই
ভীষণ স্বাদ যে জাগে।