এ অধমের কবি যে তুমি
তুমি আমার প্রিয়।
জন্মদিনে সালাম তোমা
সালাম তুমি নিও।
এ ভুবনের গুণী যে তুমি
তুমি আমার প্রাণ।
স্মৃতির পাতা রাখছি তুলে
করি যে সম্মান।
সবার লেখা পড়ি যে আমি
তোমার মতো নয়!
তুমি আমার প্রাণের কবি
অন্য কেউ তো নয়।
নবীন চেনা প্রবীণ চেনা
চেনছে পাখি ফুল।
তুমি সবার প্রিয় যে কবি
তুমি যে নজরুল।