বিদ্রোহী বীর উন্নত শির
বাঁশের বাঁশরী হাতে,
গেয়ে প্রেম গান করেছ প্রমাণ
সূর্য উঠেছে প্রাতে।

চারিদিকে তুমি উর্বরভূমি
প্রেম ও দ্রোহের কবি,
যেথা দিলে হাত এলো তব সাথ
সফলতারই ছবি!

আর কেবা আছে তোমারই কাছে
এ জীবন সংগ্রামে;
দুখু থেকে আজ গড়েছ সমাজ
এক সাম্যের নামে!

কবিতা ও গানে তুমি সবখানে
রেখেছ তোমার ছাপ;
করো গুণগান প্রভু সুমহান
এলো কত অনুতাপ।

করো নিকো ভুল প্রিয় নজরুল
উথলে উঠনি দ্রবী;
কেটে গেলো সব করে কলরব
তুমিই দীপ্ত রবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *