বাংলার তরে একটি ছেলে
দুখু মিয়া নামে,
কবিতা গল্প নাটক ছড়া
অনেক কিছু জানে।
রুটির দোকানে রাতদিন
আর লেটোর দলে,
হাড়ভাঙ্গা পরিশ্রমে
সফলতায় দোলে।
বিদ্রোহী আর সন্ধ্যাতারা
লেখা বুলবুল,
সে তো মোদের নয়ন মনি
বিদ্রোহী নজরুল।
এক বিদ্রোহে ব্রিটিশ নির্মূল
পালিয়ে যায় তারা,
ধুমকেতু আর অগ্নিবীণা
লেখেন বাঁধন হারা।
ঝাঁকড়া চুলের বাবরি দেখে
প্রেমে পড়ে যায়,
কবির জীবন সঙ্গী হয়
তরুণী প্রমিলায়।