তথ্য মন্ত্রণালয়ের অধীন ডিএফপি’র মিডিয়া তালিকাভুক্ত ঢাকা জেলার একমাত্র স্থানীয় পত্রিকা

মোঃ সৈয়দুল ইসলাম

বাংলা ভাষায় বলে

- Advertisement -

জন্ম থেকেই বাংলা ভাষা
মায়ের মুখেই শুনি,
বাংলা আমার মায়ের ভাষা
হৃদয় মাঝে বুনি।
রক্তে কেনা বাংলা ভাষা
বাবার মুখের বোল,
বাংলা ভাষায় মধু ভরা
হয় না তারই তুল।
সালাম বরকত রফিক জব্বার
রাখতে ভাষার মান,
হাসিমুখে বাংলার জন্য
করলো জীবন দান।
বাঙালিরা বীরের জাতি
শির উঁচিয়ে চলে,
দেশ বিদেশে মনের কথা
বাংলা ভাষায় বলে।

- Advertisement -

এ বিভাগের আরও সংবাদ