তথ্য মন্ত্রণালয়ের অধীন ডিএফপি’র মিডিয়া তালিকাভুক্ত ঢাকা জেলার একমাত্র স্থানীয় পত্রিকা

সিংগাইরে ইউএনও’র নির্দেশে সেই খালের রাস্তা অপসারণ

- Advertisement -

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : পত্রিকায় সংবাদ প্রকাশ হওয়ার পর অবশেষে ইউএনও’র নির্দেশে সরকারি খালের ওপর ভরাট করা মাটি পরিবহণের রাস্তাটি অপসারণ করা হয়েছে।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুর দেড়টারদিকে জামির্ত্তা-হাতনি চকে স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল হোসেন মোল্লা ও জামির্ত্তা ইউনিয়ন (ভূমি) সহকারী কর্মকর্তা মো. আব্দুল কুদ্দুস উপস্থিত থেকে ভেকু দিয়ে খাল ভরাট করা রাস্তার মাটি অপসারণ করেন।

এতে হাতনী-ধাইড়াপাড়া চকের ফসলি জমির মাটি কাটা বন্ধ হবে বলে স্থানীয়রা মনে করছেন। সেই সাথে ফসলি জমির মালিকরা মাটি খেকোদের দৌরাত্ন বন্ধে প্রশাসনের সার্বক্ষনিক নজরদারীর জোর দাবী জানান।

এ ব্যাপারে সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার বসু বলেন, খালের ওপর মাটি পরিবহণের রাস্তাটি অপসারণ করা হয়েছে। ওই স্থানে রাস্তার প্রয়োজন পড়লে পানির প্রবাহ ঠিক রাখতে কালভার্ট নির্মাণ করে দেয়া হবে।

- Advertisement -

এ বিভাগের আরও সংবাদ