- Advertisement -
রমজানের তো অনেক দেরি
মায়ের মুখে কাছে,
এখন থেকে কম খেয়ে যাও
অভ্যাস দরকার আছে।
অভ্যাস যদি না করো আজ
রোজা রাখা কষ্ট
বলবে মা’গো সময় যায় না
মাথা হবে নষ্ট।
এখন থেকেই নামাজ পড়বে
ভুলবে না তাই কিছু
দুহিতাদের অনেক দেখছি
ঘুরছো তাদের পিছু।
আজেবাজে ভাবনা থেকে
নামাজ পড়ে চেয়ে,
পাপগুলো সব পূর্ণ করো
রমজানটাকে পেয়ে।
- Advertisement -