- Advertisement -
রোদের সাথে বোধের তাপ বেড়েছে মনে
কারো অবজ্ঞায় তাতিয়ে ওঠেনা মন,
ফাগুনের আগুন ঝরা দিনে
শিমুল গাছে ডাকে পাখি
গান গেয়ে যায় কারো অপেক্ষায়।
নব পাতায় উল্লসিত বৃক্ষরাজি
ফিরোজা রঙে রঙিন চলার পথ
লেবু গাছে ফুটেছে ফুল
দোটানায় পড়েছে কুমারী।
অলিরা নিয়মিত জ্বালাতন করে যায়
কখনো থাকে অপেক্ষায়
ফাগুন আসে এভাবেই অন্তরে
প্রকৃতি সাজে আপন সাজে।
- Advertisement -