তথ্য মন্ত্রণালয়ের অধীন ডিএফপি’র মিডিয়া তালিকাভুক্ত ঢাকা জেলার একমাত্র স্থানীয় পত্রিকা

তাহমিনা চৌধুরী

স্বরধ্বনি

- Advertisement -

এই না গাঁয়ের চারিপাশে
পাহাড় দিয়ে ঘেরা,
কৃষ্ণ চূড়ার ছায়া তলে
বসছে রাখালেরা।
হঠাৎ একদিন ইচ্ছে জাগে
পর্বত চূড়ায় উঠি,
বলবে বন্ধু কেমনে যাবো
হবে আমার জুটি?
হাসতে হাসতে কথা হলো
ধ্বনিত হলো স্বরে,
পাহাড় ঘেঁষে ঝর্ণা দ্বারা
সেকড় তাহার ‘পরে।
গিরিপথে যাবার বেলায়
তাকাই আকাশ পানে,
পলাশ গাছে পাখির মেলা
মুগ্ধ করে গানে।
বন-বাদাড়ে হাঁটতে যখন
ক্লান্ত হয়ে পড়ি,
স্বর-ধ্বনির স্ফুরণ জাগতে
ভাবনা গুলো গড়ি।
সেথা হতে হাঁক ছাড়িতে
তাক লাগিলো কানে,
ঐ না শৃঙ্গে পৌঁছে গেলো
দোলা লাগলো প্রাণে।
সকল সাঁঝে গ্রামটি আমার
শ্রেষ্ঠ আমার ধরণী,
স্বর’—ধ্বনিতে স্বর মালাতে
ফুটলো হাসির ধ্বনি।

 

- Advertisement -

এ বিভাগের আরও সংবাদ