- Advertisement -
শীতের শেষে বসন্তকাল
নিয়ে নতুন সাজ,
শিউলি, পলাশ মুখ খুলেছে
ভুলে তারা লাজ।
গাছের ডালে কোকিল ডাকে
মধুর সুরে বেশ!
অফুটন্ত ফুল ফোটেছে
রূপের নেই যে শেষ।
ডানাকাটা বৃক্ষ গুলো
পেয়ে নতুন রূপ,
গগনেতে চাঁদের হাসি
দেখি অপরূপ।
- Advertisement -