তথ্য মন্ত্রণালয়ের অধীন ডিএফপি’র মিডিয়া তালিকাভুক্ত ঢাকা জেলার একমাত্র স্থানীয় পত্রিকা

জিকরুল ইসলাম

মায়ের ভাষা

- Advertisement -

আমার মায়ের মুখের ভাষা
লাগে সুমধুর
এ ভাষাতে হৃদয় জুড়ায়
বাংলা গানের সুর।
এ ভাষাতে গল্প বলি
লেখি কাব্য গান
এ ভাষাতে গানের তালে
চাষী কাটে ধান।
এ ভাষাতে হাসি আমি
এ ভাষাতে কাঁদি
বাংলা নিয়ে গর্ব করি
স্বদেশ প্রেমী জাতি।
এ ভাষাকে ভালোবেসে
মায়ের মত দেখি
এ ভাষাকে বাঁচাতে তাই
জীবন দিয়ে থাকি।

- Advertisement -

এ বিভাগের আরও সংবাদ