তথ্য মন্ত্রণালয়ের অধীন ডিএফপি’র মিডিয়া তালিকাভুক্ত ঢাকা জেলার একমাত্র স্থানীয় পত্রিকা

সাদমান হাফিজ শুভ

পানাফুল

- Advertisement -

গাঁয়ে গাঁয়ে ডোবা
পানাফুলে শোভা,
নরম নরম গায়ে—
থোলো থোলো প্রভা।
দলে দলে আঁকা
ময়ূরাদির পাখা,
সূর্যহাসি মাঝে—
সোনাবরন মাখা।
পথে পথে তারা
ডেকে বলে দাঁড়া,
মায়ার কথা বলে—
চোখের দুটি তারা।

 

- Advertisement -

এ বিভাগের আরও সংবাদ