- Advertisement -
একুশ এলেই মনে পড়ে
শহীদদের প্রিয় মুখটি,
একুশ এলেই ব্যথায় ভরে
মায়ের অবুঝ মনটি।
একুশ এলেই মায়ের চোখ
অশ্রু টলমল,
একুশ এলেই শহীদ মিনারে
সবার কোলাহল।
একুশ তো বেদনায় ভরা
ত্যাগের মহিমা,
একুশ মানে মনের মাঝে
ব্যথার কালিমা।
একুশ এক গৌরবের মালা
সবার অহংকার,
নিজ স্বার্থ রক্ষা করার
দৃঢ় অঙ্গিকার।
একুশের চেতনায় হোক
সবাই অনুপ্রাণিত,
মায়ের ভাষা সবার উপরে
এটাই প্রমাণিত।
- Advertisement -