তথ্য মন্ত্রণালয়ের অধীন ডিএফপি’র মিডিয়া তালিকাভুক্ত ঢাকা জেলার একমাত্র স্থানীয় পত্রিকা

বিজন বেপারী

মায়ের ভাষা

- Advertisement -

যে ভাষাতে রক্ত ঝরে
কালো পিচের সাথে
সেই ভাষাটা বাংলা মায়ের
ফুর্তিতে মন মাতে।
বাংলা আমার মাতৃভাষা
গর্বেতে বুক ভরে
শ্রদ্ধা অসীম জগৎজোড়া
শহিদ সালাম গড়ে।
বাংলা মায়ের দামাল ছেলে
ছাড় দেবে না মোটে
হাতের কাজটা তুচ্ছ করে
মিছিল পানে ছোটে।
‘মা’ বলে আর ডাকবো না তা
কেমন করে হয়?
‘মা’ কথাটি করতে আপন
রক্ত গঙ্গা বয়।

 

- Advertisement -

এ বিভাগের আরও সংবাদ