তথ্য মন্ত্রণালয়ের অধীন ডিএফপি’র মিডিয়া তালিকাভুক্ত ঢাকা জেলার একমাত্র স্থানীয় পত্রিকা

জসীম উদ্দীন মুহম্মদ

প্রকৃতিটা বদলে যাবে

- Advertisement -

গাছে গাছে নতুন পাতা
আম, জাম আর আতা
তারা সবাই সাজুনি বুড়ি
রুপের যে নেইকো জুড়ি!
ফুটবে ফুল ধরবে ফল
গান গাইবে পাখির দল
ঝিরিঝিরি বইবে বায়ু
সেই বায়ুতে বাড়বে আয়ু!
প্রকৃতিটা বদলে যাবে
রূপ সবাই খুবলে খাবে
গাছের কি আর যত্ন নিবে
যত্ন নিলে সুফল দিবে!
প্রকৃতিটা বদলে যাবে
মানুষ কি আর বদলাবে?

- Advertisement -

এ বিভাগের আরও সংবাদ