তথ্য মন্ত্রণালয়ের অধীন ডিএফপি’র মিডিয়া তালিকাভুক্ত ঢাকা জেলার একমাত্র স্থানীয় পত্রিকা

হাওয়াই চটি নিয়ে চম্পট দিল সাপ

সাপ থেকে দূরে থাকতেই পছন্দ করেন মানুষ। যদিও এদিক ওদিক খাবারের সন্ধানে ঘুরে বেড়াতে দেখা যায় সাপকে। অনেক সাপই আবার ঢুকে যায় বাড়ির ভেতর। সাপ দেখেই ভীত হয়ে ওঠেন সাধারণ মানুষ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সাপের নানান রকম ভিডিও। তবে সম্প্রতি যে ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে তা দেখে চক্ষুচড়ক গাছ নেট নাগরিকদের।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে বাড়ির উঠোনের সামনে প্রকাণ্ড একটি সাপ। সাপ দেখে চিৎকার করে ওঠেন গৃহকর্ত্রী। সাপ তাড়াতে সাপের দিকে চটি ছুড়ে দেন একজন। সবাইকে হতভাক করে সেই চটি মুখে নিয়েই এলাকার ছাড়ে সাপটি। সাপের এই কর্মকাণ্ডে হাসির রোল উঠেছে। তবে ঘটনাটি ঠিক কোথায় ঘটেছে সেই সে বিষয়ে কোনো তথ্য পাওয়ার যায়নি।

এই বিভাগের আরও খবর