স্টাফ রিপোর্টার : সাভার পৌরসভার বনপুকুর মহল্লার বাসিন্দা আব্দুল কাদের ছেলে ব্যবসায়ী সিকদার রকিবুল হাসান এর উপর হামলা করেছে দুবৃর্ত্তরা। এঘটনায় তিনি বাদী হয়ে সাভার মডেল থানায় একটি জিডি দায়ের করেছেন।
এ ব্যাপারে ব্যবসায়ী সিকদার মোহাম্মদ রকিবুল হাসান বলেন, আমি মঙ্গলবার সকাল ৯ টার দিকে আমার বনপুকুরের বাসা থেকে সাভার নামা বাজারের দিকে রওনা হয়ে সাভার পৌর এলাকার কামাল গার্মেন্টস রোডে পৌঁছালে পিছন থেকে ৩/৪ জন অজ্ঞাত ব্যক্তি আমার উপর অতর্কিত হামলা চালায়। কোন কিছু বুঝে ওঠার আগেই তারা আমাকে লাথি-ঘুষি মেরে আহত করে। আমার ডাক চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে তারা আমাকে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করি।এ ব্যাপারে সাভার মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন ভুক্তভোগী সিকদার মোহাম্মদ রকিবুল হাসান। জিডি নাম্বার-১৫১,
সাভার থানার উপপরিদর্শক জাহিদুল ইসলাম বলেন, ব্যবসায়ী রকিবুল হাসানের উপর হামরার ঘটনায় একটি সাধারণ জিডি হয়েছে। আমরা বিষয়টি তদন্তকরে আইনগত ব্যবস্থা গ্রহন করবেন বলে তিনি নিশ্চিত করেন।