সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ স্কাউট শিক্ষকের পুরস্কার লাভ করেছেন সিংগাইর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শারীরিক শিক্ষার শিক্ষক মো. আলতাফ হোসেন। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ উপলক্ষে জেলা যাচাই-বাছাই কমিটি তাকে জেলার শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক হিসেবে নির্বাচিত করেন।
জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফের কার্যালয়ে তার হাত থেকে শনিবার (৩০ জুলাই) তিনি শ্রেষ্ঠ স্কাউট শিক্ষকের সম্মাননা স্মারক গ্রহন করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার রেবেকা জাহান, মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র বিশ^বিদ্যালয় কলেজের অধ্যক্ষ ড.মো.রেজাউল করিম, বীর মুক্তিযোদ্ধা মমিন উদ্দিন খান প্রমুখ। মো. আলতাফ হোসেন ২০১৮ সালে ও মানিকগঞ্জ জেলার স্কাউট শিক্ষক হিসেবে শ্রেষ্ঠত্ব অর্জন করেন। তার বাড়ি সিংগাইর পৌর সদরের আঙ্গারিয়া মহল্লায়। মো. আলতাফ হোসেন ২০১৫ সালের ৯ ফেব্রুয়ারি সিংগাইর পাইলট উচ্চ বিদ্যালয়ে স্কাউট ও শারীরিক শিক্ষার শিক্ষক হিসেবে যোগদান করেন।