সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে বাড়ির সিঁড়ির রেলিংয়ে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁসিতে ঝুলন্ত এক মধ্যবয়সি নারীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ ।
রবিবার(৩১ জুলাই) সকালে উপজেলার চান্দহর ইউনিয়নের মাধবপুর গ্রামে এঘটনা ঘটে। নিহত নারী ওই এলাকার সিদ্দিক মিয়ার স্ত্রী সালেহা বেগম (৫৫)।
পারিবারিক সূত্রে জানা যায়, ভোরে পরিবারের লোকজন সিঁড়ির রেলিংয়ের সাথে ওড়না বেঁধে ঝুলন্ত অবস্থায় সালেহা বেগমকে দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করেন। এছাড়াও জানা গেছে নিহত সালেহা বেগম দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন । যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করতে পারেন বলে ধারণা কছেন স্থানীয়রা।
সিংগাইরের শান্তিপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ জাকির হোসেন বলেন, খবর পেয়ে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আত্মহত্যা। এব্যাপারে সিংগাইর থানায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।