সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে থাকবেন বলে জানিয়েছেন থানার ওসি সফিকুল ইসলাম মোল্যা।
আজ শুক্রবার (২৯ জুলাই) বিকাল ৫ টারদিকে থানা চত্বর গোল ঘরে স্থানীয় সাংবাদিকদের ব্রীফকালে ওসি এ তথ্য জানান।
তিনি বলেন, শনিবার (৩০ জুলাই) সকাল ১০ টায় উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সিংগাইর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হবে। সম্মেলনে বর্তমান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মাজেদ খান, বর্তমান যুগ্ম সম্পাদকদ্বয়- শহিদুর রহমান শহিদ ও সায়েদুল ইসলাম সাধারণ সম্পাদক পদে প্রার্থিতা ঘোষণা দিয়েছেন। সম্মেলন চলাকালীন সময়ে যাতে কোন প্রকার অপ্রীতিকর বা অনাকাঙ্খিত ঘটনা না ঘটে সেই লক্ষ্যে পুলিশী জোর নজরদারী থাকবে বলে জানান ওসি।
এদিকে, জেলা পুলিশ সুপার মহোদয়ের দিক নির্দেশনায় সিংগাইর সমাবেশস্থল পরিদর্শনসহ সার্বক্ষণিক নজরদারি রাখা হয়েছে বলেও ওসি জানিয়েছে।