সিরাজগঞ্জে মেয়ে শিশুকে হত্যার দায়ে বদিউজ্জামান (৪০) নামের একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ বেগম সালমা খাতুন এ রায় ঘোষণা করেন।
বদিউজ্জামান জেলার বেলকুচি উপজেলার মুকুন্দগাতী গ্রামের পশ্চিম পাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে।
আদালতের সরকারি কৌঁসুলি শামসুল আলম জানান, ২০১৯ সালের সেপ্টেম্বরে স্ত্রীর অগোচরে ঘুমন্ত কন্যা সুমাইয়াকে পায়ে পিষে হত্যা করে বাড়ির পাশের ডোবায় ফেলে দেন বদিউজ্জামান। পরে তার স্ত্রী বাদী হয়ে মামলা করেন। দীর্ঘদিন পলাতক থাকার পর আসামি আত্মসমর্পণ করেন।
পরে ১৫ জনের সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আসামির অভিযোগ প্রমাণিত হয়। ফলে বিচারক তাকে মৃত্যুদণ্ড দেন। আরেকটি ধারায় তাকে সাত বছরের কারাদণ্ডসহ ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেন।