ধামরাইয়ে এশার নামাজ পড়ে পায়ে হেটেঁ বাড়িতে ফেরার পথে আটিমাইঠান আঞ্চলিক সড়কে বেপোরোয়া গতির একটি মোটরসাইকেল চাপায় আব্দুর রহমান (৫৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এঘটনায় স্থানীয়দের সহায়তায় ঘাতক মোটরসাইকেলটি জব্দ করা গেলেও এর চালককে আটক করতে পারেনি পুলিশ।
সোমবার রাত সাড়ে ৮টার দিকে আটিমাইঠান আঞ্চলিক সড়কে আটিমাইঠান খেলার মাঠের সামনে এ দুর্ঘটনায় নিহত আব্দুর রহমান রোয়াইল ইউনিয়নের আটিমাইঠান গ্রামের মৃত দিনু বেপাড়ীর ছেলে।
স্থানীয় সূত্রে জানাযায়, আব্দুর রহমান এশার নামাজ শেষ পায়ে হেটেঁ বাড়ি যাওয়ার সময় পিছন থেকে মোটরসাইকেলটি দ্রুত গতিতে এসে আব্দুর রহমানের উপর উঠিয়ে দিলে তার মাঝার হাড়, হাত পা ভেঙে যায়। এই সময় খেলার মাঠে বসে থাকা লোকজন দৌড়ে এসে আহত আব্দুর রহমানকে উদ্ধার করে ঢাকা পঙ্গু হাসপাতলে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। এঘটনায় স্থানীয়রা ঘাতক মোটরসাইকেলটিকে আটক করলেও চালক পালিয়ে যায়।
এই বিষয়ে ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুর রহমান বলেন, আটিমাইঠান গ্রামে মোটরসাইকেল চাপায় আব্দুর রহমান নামে এক বৃদ্ধ লোকের মৃত্যু হয়েছে। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হোসেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেই সাথে মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। তবে মোটরসাইকেলের চালককে আটকের চেষ্টা চলছে।