মানিকগঞ্জ থানা পুলিশের অভিযানে সম্প্রতি চুরি যাওয়া পাঁচটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এসমস্ত মোটরসাইকেলগুলো ফরিদপুর জেলার বিভিন্ন এলাকা থেকে উদ্ধার করে পুলিশ। আটককৃত চোর চক্রের তিন সদস্যেই ফরিদপুর জেলার কোতয়ালী থানার বাসিন্দা।
সোমবার দুপুরে গ্রেফতারকৃত আসামীদের আদালতে সোর্পদ করা হয়েছে।
বিষয়টি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা।
পুলিশ জানায়, তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ফরিদপুর জেলা থেকে প্রথমে চোর চক্রের সদস্য জহিরুল ইসলামকে (২৭) গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যানুযায়ী চক্রের আরও দুই সদস্য নুর মোহাম্মদ (২৮) এবং মহিদ মোল্লাকে (২৫) গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫টি মোটরসাইকেল এবং ৩টি মাস্টার কি উদ্ধার করা হয়।
সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা বলেন, তথ্য প্রযুক্তি ব্যবহার করে মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এসময় ৫টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। বাকিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে। দ্রুত সময়ের মধ্যে চোর চক্রের বাকি সদস্যদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।