ধামরাই প্রতিনিধি : ধামরাইয়ে সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৮ টার পর দোকান খোলা রাখার দায়ে ধামরাই বাজারের পাঁচটি দোকানে ১৮হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা প্রশাসন।
রবিবার (২৪ জুলাই) রাত ৮.৩০ মিনিটের দিকে ধামরাই পৌর শহরের ধামরাই বাজারের ইলেকট্রনিক,ফল ও মদি দোকান এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসাইন মোহাম্মদ হাই জকী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসাইন মোহাম্মদ হাই জকী বলেন, সরকারি নির্দেশা অমান্য করে রাত ৮টার পর দোকান খোলা রাখার অপরাধে তাদের এ জরিমানা করা হয়। তাদের এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান। এ সময় ধামরাই পল্লীবিদ্যুৎ-৩ এর ডিজিএম ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।