সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে ৪ কেজি গাঁজাসহ চিহ্নিত মাদককারবারি মোঃ ফজলুল হক ওরফে ফজলু মিয়াকে(৩৩) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ফজলু উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর মোল্লাপাড়া গ্রামের মৃত আঃ রাজ্জাক মিয়ার ছেলে ।
পুলিশ জানায় , শনিবার (২৩ জুলাই) দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ধল্লা পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই মোঃ রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে ফজলু মিয়ার বসত ঘরের মাঝখানের রুম থেকে ৪ কেজি গাঁজা উদ্ধারসহ তাকে গ্রেফতার করেন। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা।
এ ব্যাপারে ধল্লা পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই মোঃ রফিকুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত ফজলু মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। তাকে রবিবার আদালতে প্রেরণ করা হয়েছে।