ধামরাইয়ে র্যাব অভিযান চালিয়ে ৪২ বোতল ফেন্সিডিলসহ মোঃ শামীম হোসেন (২৫)নামে এক মাদক ব্যবসায়ী আটক করেছে র্যাব-৪ এর একটি অভিযানিক দল।
বৃহস্পতিবার(২১জুলাই)সকালে ধামরাই উপজেলার সদর ইউনিয়নের শরীফবাগ এলাকা থেকে ৪২ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়।
সাভার র্যাব ৪ এর সিপিসি-২ কোম্পানী কমান্ডার মোঃ রাকিব মাহমুদ খান তথ্য নিশ্চিত করছেন।আটককৃত মাদক ব্যবসায়ী শামীম হোসেনের বাড়ী নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ থানার চনপাড়া গ্রামের মোঃ নাছির উদ্দিনের ছেলে। র্যাব-৪ এর সিপিসি-২ কোম্পানী কমান্ডার মোঃ রাকিব মাহমুদ খান বলেন, গতকাল বৃহস্পতিবার নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জানা যায়, শামীম হোসেন একজন মাদক ব্যবসায়ী।
সেই গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে ধামরাই সদর ইউনিয়নের শরীফবাগ এলাকায় অভিযান চালিয়ে শামীম হোসেন নামে এক মাদক ব্যাবসায়ীকে ৪২ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়। এই সময় তার সাথে থাকা মাদক বিক্রির ১২শত ৭০টাকা ও একটি মোবাইল সেট উদ্ধার করা হয়।
এই বিষয়ে র্যাব-৪ এর সিপিসি-২ কোম্পানী কমান্ডার মোঃ রাকিব মাহমুদ খান বলেন. জিজ্ঞাসাবাদে জানতে পারি শামীম হোসেন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সাকলে ধামরাই সদর ইউনিয়নের শরীফবাগ এলাকায় অভিযান পরিচালনা করে ৪২ বোতল ফেন্সিডিলসহ শামীম হোসেনকে আটক করি।
মাদক ব্যবসায়ী শামীমের বিরুদ্ধে ধামরাই থানায় মাদকদ্রব্য নিয়তন্ত্র আইনে একটি মামলা দায়ে করা হয়েছে।