সাভারে করোনা টিকার বুস্টার ডোজ কার্যক্রম চলছে। সারা দেশের মতো সাভার উপজেলার ১২টি ইউনিয়নের পাশাপাশি ১টি পৌরসভা, কোরিয়া মৈত্রী হাসপাতাল, স্বাস্থ্য কমপ্লেক্সের স্থায়ী টিকাদান কেন্দ্রসহ চলছে ১৫টি কেন্দ্রে একযোগে করোনার বুস্টার ডোজের এই কার্যক্রম।
আজ মঙ্গলবার (১৯ জুলাই) সকাল ৯টা থেকে বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে। আজকের টিকাদান কার্যক্রম চলবে বিকাল ৩টা পর্যন্ত। এসময় কেন্দ্রগুলোতে তেমন কোনো ভীর দেখা যায় নি। ভোগান্তি ছাড়াই সুশৃঙ্খলভাবে ভ্যাকসিন নিতে পারছে জনগন।
সাভার উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়, করোনার টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার পর যারা চার মাস পূর্ণ করেছেন শুধু তারাই আজ বুস্টার ডোজ পাচ্ছেন। উপজেলার প্রতিটি কেন্দ্রে ১৫০০ করে মোট ২২৫০০ জনকে আজ বুস্টার ডোজ দেয়ার লক্ষমাত্রা নির্ধারন করা হয়েছে। এছাড়া উপজেলার স্থায়ী কেন্দ্রে নিয়মিত কোভিড-১৯ ভ্যাকসিন ১ম ও ২য় ডোজের স্বাভাবিক কার্যক্রম চলমান থাকবে।