সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অফিসের পিয়ন মোহাম্মদ মামুন আত্মহত্যা করেছেন। সন্ধ্যায় তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১৪ জুলাই) রাত সাড়ে ১০ টার দিকে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) পাভেল মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সাভার পৌরসভার ৩নং ওয়ার্ডের বনপুকুর এলাকার পাপ্পুর ভাড়া বাসায় আত্মহত্যা করেন তিনি।
মৃত মামুনের বাবার নাম মোসলেম উদ্দিন শরিয়তপুরে গ্রামের বাড়ি । তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অফিসের পিয়ন পদে চাকরি করতেন।
পুলিশ জানায়, স্থানীয়দের খবরের ভিত্তিতে ওই এলাকার পাপ্পু নামের জৈনেক ব্যক্তির ভাড়া বাড়ির নিচতলা থেকে মামুনের মরদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) পাভেল মোল্লা বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।
তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অফিসের পিয়ন বলে নিশ্চিত হয়েছি। তবে কি কারনে আত্মহত্যা করেছেন তা এখনও জানা যায় নি।