আশুলিয়ায় যাত্রীবাহী আলী নুরের তিন বাসের রেষারেষিতে চাপা পড়ে পিষ্ট সিএনজি। এতে সিএনজিতে থাকা একই পরিবারের ৪ জনসহ মোট ৫ জন আহত হয়েছে। এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
শুক্রবার (১৫ জুলাই) তিনটার দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের আশুলিয়ার জিরাবোর বেঙ্গল প্লাস্টিক কারখানার সামনে এ ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, তিনটার দিকে আশুলিয়ার জিরাবোর বেঙ্গল প্লাস্টিক এলাকায় আলী নুর পরিবহনের তিনটি বাস রেষারেষি করে আব্দুল্লাপুরের দিকে যাচ্ছিলো। বাসগুলোর সামনেই ছিলো সিএনজিও । এসময় বাসগুলোর একটি বাস সিএনজিকে ধাক্কা দেয় পরে সিএনজির নিয়ন্ত্রণ হারিয়ে গেলে পেছনে থাকা আরেকটি বাস চাপা দিয়ে পালিয়ে যায়।
এতে সিএনজিতে থাকা এক শিশুসহ একই পরিবারের ৪ জন ও সিএনজি চালক গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে নারী ও শিশু হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে নারী ও শিশু হাসপাতালের ডেপুটি ম্যনেজার হারুন-উর-রশিদ বলেন, আমাদের এখানে পাঁচ জনকে মুমূর্ষ অবস্থায় আনা হয়েছিলো। পরে তাদের অবস্থার অবনতি দেখে ঢাকা মেডিকেলে দুইটি অ্যাম্বুলেন্স এ করে পাঠানো হয়েছে।
এই বিষয়টি আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ বলেন, ঘটনা স্থলে এসে দু’টি বাসকে আটক করেছি। এছাড়া সিএনজির যাত্রীসহ চালকের অবস্থা মুমূর্ষু হওয়ায় তাদেরকে প্রথমে নারী ও শিশু হাসপাতালে পাঠানো হয় পরে অবস্থা খুবই গুরুতর হওয়ায় সেখান থেকে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে৷ তবে কারো মৃত্যুর বিষয়ে এখনো নিশ্চিত হতে পারিনি৷