কান-ইতিহাসের পর ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমাটি নিয়ে দুনিয়া ঘুরছেন এর প্রধান অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এরমধ্যে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ‘এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডস’-এ সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তিনি। ভারতের কেরালা চলচ্চিত্র উৎসবেও পেয়েছেন বিশেষ সম্মান। অংশ নিয়েছেন ৯৪তম অস্কার ছাড়াও বেশ ক’টি আন্তর্জাতিক উৎসবে।
সেই ধারাবাহিকতায় এবার দূর স্পেন থেকে স্বীকৃতি হাতে নিলেন ঢাকার এই অভিনেত্রী। স্পেনের ‘ভ্যালেন্সিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-সিনেমা জোভ’-এ সেরা অভিনেত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন বাঁধন। একা নন, সেরা চলচ্চিত্রের পুরস্কারটিও এসেছে ‘রেহানা মরিয়ম নূর’-এর পক্ষে।
শনিবার (২ জুলাই) শেষ হয়েছে উৎসবটির এবারের আসর। যাতে সরাসরি অংশ নিয়েছেন বাঁধন। সমাপনী দিনে ঘোষণা করা হয় বিজয়ীদের নাম।