ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের কারিকুলাম ঢেলে সাজানোর পরামর্শ দিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। একইসঙ্গে গবেষণা ফোকাস করার পরামর্শও দেন তিনি।
শনিবার ( ২ জুলাই) রাতে যুক্তরাজ্যে বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাইদের সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব ইউকে-এর ভার্চুয়াল আলোচনায় এ পরামর্শ দেন উপমন্ত্রী। বাংলা ট্রিবিউন এবং একাত্তর টেলিভিশন এই অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য এস এম মাকসুদ কামাল, বাংলা ট্রিবিউনের হেড অব নিউজ মাসুদ কামালসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের মৌলিক চাহিদা বিশ্ববিদ্যালয় মেটাতে না পারলে কীভাবে তাদের উন্নয়ন হবে—এমন প্রশ্নও তোলেন নওফেল। তিনি বলেন, আমাদের দেশে কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক ছিল না। আমরা ফ্রেমওয়ার্ক করেছি। আমরা টেকনিক্যাল এডুকেশন ফ্রেমওয়ার্ক করেছি। উচ্চশিক্ষার জন্য আমরা বাংলাদেশ কোয়ালিফিকেশনস ফ্রেমওয়ার্ক দাঁড় করিয়েছি। সেই ফ্রেমওয়ার্ক বাস্তবায়নে বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিল গঠন করেছি। আমাদের দেশের ডিগ্রিগুলোর নিজের দেশের ভেতরেই অ্যাক্রিডিটেশন ছিল না। এখন কোর্স অ্যাক্রিডিটিশন করতে হবে পাবলিক ও প্রাইভেট সব বিশ্ববিদ্যালয়কে।
উপমন্ত্রী মডিউলার এডুকেশনের গুরুত্বের কথাও তুলে ধরেন।