কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান সিন্দুকে এবার ১৬ বস্তায় ৩ কোটি ৬০ লাখ ২৭ হাজার ৪১৫ টাকা পাওয়া গেছে। ৩ মাস ২০ দিন পর আজ শনিবার সকাল ৮টায় জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতিতে মসজিদের ৮টি সিন্দুক খোলা হয়। ৮টি সিন্দুকে মোট সাড়ে ১৬ বস্তা টাকা, বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার পাওয়া গেছে।
এর আগে সর্বশেষ ১২ মার্চ সিন্দুক খোলা হয়। তখন ১৫ বস্তায় মোট ৩ কোটি ৭৮ লাখ ৫৩ হাজার ২৯৫ টাকা পাওয়া গিয়েছিল। তবে এবার গতবারের চেয়ে কম সময়ের ব্যবধানে সিন্দুক খোলা হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, সকালে জেলা প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে মসজিদের সিন্দুকগুলো খোলা হয়। সিন্দুকে পাওয়া টাকাগুলো প্রথমে বস্তায় ভরা হয়। এরপর সেগুলো মেঝেতে ঢেলে গণনার কাজ শুরু হয়।