জয়ের জন্য রোনালদোকে প্রয়োজন নেই। এটাই যেন প্রমান করে দিল পর্তুগাল। গতরাতে উয়েফা ন্যাশন কাপের ম্যাচে ইতালিকে তারা হারিয়েছে ১-০ গোলে।
গোল শুন্য প্রথমার্ধের পর ম্যাচের ৪৮ মিনিটের মাথায জয়সূচক একমাত্র গোলটি করেন আন্দ্রে সিলভা।
ন্যাশন কাপের অন্যান্য ম্যাচের ফলাফল একনজরে:
সুইডেন ২-৩ তুরষ্ক
স্কটল্যান্ড ২-০ আলবেনিয়া
মন্টেগ্রো ২-০ লিথুনিয়া
সার্বিয়া ২-২ রোমানিয়া
অ্যান্ডোরা ১-১ কাজাখাস্তান
কসভো ২-০ আইসল্যান্ড
মাল্টা ১-১ আজারবাইজান