কালো মেঘ সাদা মেঘ
ঐ দেখো আকাশে,
পাল তোলা নাও যেন
ভেসে যায় বাতাসে।
মেঘগুলো যখনই
হয়ে যায় বৃষ্টি,
আকাশেতে ফিরে থাকে
অনেকের দৃষ্টি।
মেঘগুলো গুড়গুড়
হাওয়াতে ধমকায়,
পলকেই ঝিলমিলে
বিদুৎ চমকায়।
যখনই মেঘ আসে
চারিদিক ঘিরিয়ে,
সূর্যটা আকাশ থেকে
যায় যেন হারিয়ে।