সাহিত্য বানের পানি—-শামীম শাহাবুদ্দীন July 30, 2018 বানের পানি আসলো জানি উজান থেকে ভাটি, জান ও মালের এই কপালের সবই হলো মাটি। নাইরে খাবার জলেই সাবাড় বাঁচাই হলো দায়, এভাবে কে উপোস থেকে মরতে বলো চায়। হে দয়াময় করুণাময় তোমার রহম চাই, তোমায় ছাড়া বসুন্ধরা ঠিকার সাধ্য নাই।