মাঠ পেরিয়ে
ঘাট পেরিয়ে
হাট
নীল আকাশের নিচে আছে
শতেক দোকান পাট।
ওই দোকানে বসে আছে
উমুক তুমুক
মনের সুখে দিচ্ছে তারা
চায়ে চুমুক।
চুমুকে চুমুকে
সময় সারা
যাচ্ছে কোথায়
যাচ্ছে তারা?
আকাশে আকাশে
কে ঘুড়ি উড়ায়?
চায়ে চায়ে আজ সময় ফুরায়।
বর্ষা এলেই
ইউসুফ রেজা
বর্ষা এলেই
ফরসা করে
নদীর জলের ধারা
হঠাৎ করেই
বৃষ্টি ও ঢল
এসব পাঠায় কারা,
আষাঢ় এলেই
ভাসায় বাড়ি
শীতকালে
কই যায়
মাঘ ফাল্গুন
চৈত্রও তো
একটু পানি চায়।
চোত বোশেখে
জলের জন্য
এত্তো টানাটানি
সারা বছর
ভাগে ভাগে
আসে না কেন পানি?