ফুলকি ডেস্ক: ইতিহাস থাকে ইতিহাসের জায়গায়। খেলা হয় মাঠে। কিন্তু আর্জেন্টিনা আজ ফ্রান্সের বিপক্ষে নিজেদের ইতিহাস দেখে অনুপ্রাণিত হতে পারে। কারণ ইতিহাস আর্জেন্টিনার পক্ষেই কথা বলছে।
পরিসংখ্যানে আর্জেন্টিনা ও ফ্রান্স:
- ফিফা র্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান ৫, ফ্রান্সের ৭।
- এখনো পর্যন্ত আর্জেন্টিনা-ফ্রান্স ১৩ বার মুখোমুখি হয়েছে।
- আর্জেন্টিনা জিতেছে ৮ টিতে, ফ্রান্স ২ টিতে। ড্র হয়েছে ৩টি ম্যাচ।
- বিশ্বকাপে দুইবার মুখোমুখি হয়ে দুইবারই জিতেছে আর্জেন্টিনা।
- ৪০ বছর পর বিশ্বকাপ ফ্রান্স-আর্জেন্টিনা মুখোমুখি।
- ১৯৩০ সালে বিশ্বকাপে দুই দলের প্রথম দেখায় ১-০ গোলে জেতে আর্জেন্টিনা, ১৯৭৮ সালে আর্জেন্টিনার জয়টি ২-১ গোলের। দুটি ম্যাচই প্রথম রাউন্ডের।
- সর্বশেষ ১৯৮৬ সালে এক প্রীতি ম্যাচে আর্জেন্টিনাকে হারিয়েছিল ফ্রান্স। এরপর ফ্রান্সের বিপক্ষে দুই ম্যাচেই জিতেছে আর্জেন্টিনা।
- বিশ্বকাপে ইউরোপীয় প্রতিপক্ষের বিপক্ষে সর্বশেষ চার ম্যাচে জয় পায়নি আর্জেন্টিনা (ড্র ২, হার ২)।
- ১৯৭৮ সালে আর্জেন্টিনার কাছে হারার পর বিশ্বকাপে আর দক্ষিণ আমেরিকান দলের কাছে হারেনি ফ্রান্স (ম্যাচ ৮, জয় ৪, ড্র ৪)।
- বিশ্বকাপে ফ্রান্সের বিপক্ষে গোল করা সর্বশেষ দক্ষিণ আমেরিকান ফুটবলার কারেকা। ব্রাজিল স্ট্রাইকারের গোলটি ১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে।
- গত বিশ্বকাপেও ফ্রান্স দ্বিতীয় রাউন্ডের ম্যাচটি খেলেছিল ৩০ জুন। নাইজেরিয়াকে ২-০ গোলে হারিয়ে উঠেছিল কোয়ার্টার ফাইনালে।
- বিশ্বকাপে ৩০ জুন যে পাঁচটি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা, তার একটিও নির্ধারিত সময়ে জিততে পারেনি। দুটি জয়ই টাইব্রেকারে, পরাজয় তিনটির একটি টাইব্রেকারে।