রোদের মাঝে ক্লান্ত পথিক
বসে বটের ছায়,
যেমনি করে সুখের পরশ
শান্তি খোঁজে পায়।
বাবার কাছে তেমনি বাছা
নিরাপদেই রয়,
সুখের কথা দুখের কথা
দিন-রজনী কয়।
বাবার জন্যে দিবস কেনো
ভালোবাসি রোজ,
স্বার্থছাড়া সন্তানাদির
রাখেন যিনি খোঁজ।
বাবা আমার সকল কাজের
সব প্রেরণার মূল,
বাবার সেবা করতে হবে
করবে না কেউ ভুল।