নারায়ণগঞ্জ সংবাদদাতা : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বাজেট ভালো হয়েছে বলেই বিরোধী দলের সমালোচনা থাকবে, এটা আমরা জানি। এটা বড় বাজেট বড় চ্যালেঞ্জ। আর এ চ্যালেঞ্জ অতিক্রম করার সৎ সাহস শেখ হাসিনা সরকারের রয়েছে।’
তিনি বলেন, ‘আসন্ন ঈদুল ফিতরে নিরাপদে মানুষ যেন ঘরে ফিরতে পারে সে লক্ষ্যে মহাসড়কে যানজট কমাতে শেখ হাসিনার নির্দেশে মেঘনা-গোমতি ফেরি সার্ভিস চালু করা হচ্ছে।’ শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মেঘনা ফেরিঘাটে মন্ত্রী এসব কথা বলেন।
ঢাকা-চট্টগ্রাম আট লেনের মহাসড়কে সোনারগাঁওয়ের মেঘনায় টোল আদায়ে ভাঙতি টাকা লেনদেনে দেরি হওয়া যানজটের অন্যতম একটি কারণ বলে মনে করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘তারপরও সরকার নানাভাবে চেষ্টা চালাচ্ছে যানজট নিয়ন্ত্রণে রাখতে। মেঘনা নদীতে ১২ জুন থেকে ফেরি চালু করতে হচ্ছে। এ কারণে দ্রুত গতিতে রাস্তা ও নদীর ঘাট ঠিক-ঠাক করার কাজ চলছে। বরিশাল থেকে আনা হচ্ছে বিআইডব্লিউটিএর পন্টুন। ইতোমধ্যে গোমতি নদী খনন করার নির্দেশও দেওয়া হয়েছে সংশ্লিষ্ট বিভাগকে।’
বড় বাজেট এবং এই বাজেট আওয়ামী লীগের নির্বাচনী বাজেট, বিএনপির এমন মন্তব্যের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘একটা জনবান্ধব বাজেট প্রস্তাব করা হয়েছে। আলোচনা-সমালোচনার পর বাজেটে কোনটা থাকবে, কোনটা থাকবে না, সেটা দেখা যাবে। এমন বড় বাজেট গতবারও ছিল। এ বাজেট বাস্তবায়ন একটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ বাস্তবায়নে সরকারের সামর্থ্য আছে। আর বিএনপি বুঝে বা না বুঝে সবসময়ই বিরোধিতা করে থাকে।’ এ সময় মন্ত্রীর সাথে ছিলেন সড়ক ও জনপদ এবং বিআইডব্লিউটিএর ঊর্ধ্বতন কর্মকর্তারা।