পৃথিবীতে মায়ের মতো
আপন কেউ হয় না,
মায়ের মতো এত সোহাগ
কারো কাছে রয় না।
নিজের জন্য চায় না কিছু
সন্তানের জন্য চায়,
মা ছাড়া দুনিয়াতে
বাঁচা বড় দায়।
নিজের জন্য না চেয়ে
সন্তানের জন্য চায়,
সন্তানের জন্য কত কষ্ট
নীরবে সহে যায়।
মা হলো সবচেয়ে বড়
ভালবাসার মঞ্জিল,
মায়ের কথা সবখানেই
তাওরাত যাবুর ইঞ্জিল।
ধরার মাঝে মায়ের সাথে
তুলনা কারো চলে না,
হাজার কষ্ট চেপে রাখে
নিজের দু:খ বলে না।
মা হলো ধরার মাঝে
সুখ শান্তির ঠিকানা,
মায়ের কোল পৃথিবীতে
সবচেয়ে সুখের বিছানা।
সারাজীবন দিয়েই সে যায়
নেয় না তাস কিছু,
দুঃখ যেন নিত্য সাথী
ছাড়ে না মা’র পিছু।
মায়ের কথা বলতে গেলে
চোখে আসে জল,
মায়ের দোআ সাথে আছে
মনেতে পাই বল।