সাহিত্য মাটি—আফরোজ আক্তার May 22, 2018 মাটিতে শুরু মাটিতে শেষ এভাবে কাটে জীবনের রেষ। মাটিতে জন্ম মাটিতে মৃত্যু এই যেন এক জীবনের বৃত্ত মাটিতে বাস মাটিতে নাশ মাটির বুকে শেষ নি:শ্বাস মাটিই মোদের দেয় অন্ন, এই মাটিই আমাদের জন্য।