জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়াকে গত ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত ৫-এর বিচারক ড. আখতারুজ্জামানের আদালত পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেন। এরপর থেকেই নাজিমউদ্দিন রোডের পুরাতন কারাগারে রয়েছেন বিএনপি চেয়ারপার্সন। তার জামিনের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিএনপি। মঙ্গলবার (৮ মে) খালেদা জিয়ার জামিন শুনানির তারিখ থাকলেও আদালত রাষ্টপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে শুনানি বুধবার (৯ মে) পর্যন্ত আদালত তা মুলতবি ঘোষণা করে। খালেদা জিয়ার জামিন ও কারাবাস নিয়ে ব্যক্তিগত ফেসবুক পেজ-এ একটি ছোট্ট স্ট্যাটাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও কলামিস্ট আসিফ নজরুল। তিনি লিখেছেন- খালেদা জিয়া হয়তো জামিন পেতে পারেন। তবে তিনি মুক্তি পাবেন বলে আমার মনে হয় না। কোন না কোনোভাবে আটকে রাখা হবে তাকে অন্তত নির্বাচনের তফসীল ঘোষনা পর্যন্ত। বা আরো বেশি দিন। তার এই স্ট্যাটাসের পর অনেকেই তাদের মতামত জানিয়েছেন। তাদের মধ্য থেকে কয়েকজনের মতামত তুলে ধরা হলো। আলোর পথে নামে একজন লিখেছেন, জালিমের কারাগার থেকে বের করতে হলে সরকারকে উচিত শিক্ষা দিতে হবে। কুকুরের মুগুর ছাড়া সোজা হবে না। মো. কারিম লিখেছেন- খালেদা জিয়াকে মুক্ত করতে হলে যেমন কুকুর তেমন মুগুর লাগবে সোজা আঙুলে ঘি উঠবে না। মাহফুজ আহমেদ বাবুর মতে, বিএনপির অনেক নেতা আছে যারা বেগম জিয়ার মুক্তি চায় না।