ছোট্ট মোনা যাদু সোনা
কাজে নেই হীন-হেলা,
খোকন আমার মস্ত হবে
স্বপ্ন দেখি তিন-বেলা।
স্বপ্নদেশে স্বপ্নপুরী
জীবন হবে ছন্দময়,
হয়তো হবে কবি লেখক
আমার স্বপ্ন মন্দ নয়।
কত কিছু স্বপ্ন দেখি
খোকন তবু নয় রাজি,
আমার খোকন স্বপ্ন দেখে
হয়তো জেলে, না হয় মাঝি।