অশ্রুর পৃষ্ঠা থেকে মুছে যাওয়া মোমের রোদ
আঁকাবাঁকা মায়াবী কাঁটা।
আরক্তিম অন্ধকারে কত আর বিলাপের বিনিময়!
ইতিহাস কখনো ফসলের ধ্বনি,
কখনো বা বিবর্ণ ছায়ায় ভুল সন্তরণ!
বল্লমের লক্ষ্য থেকে ফুরিয়ে যাওয়া প্রমিতি আসলে আর কিছু নয়
প্রাগৈতিহাসিক গন্ধের কিছু অসম্ভব শূন্যতা।
তবু অমৃতের হরিণীরা নীলিমায় রাত্রির পাখি।