তখনও জ্যোৎস্না এসে ভর
করেনি আমার আঙ্গিনায়,
ভাঙা মনে অবাধ্য কোকিল
ডেকে ফিরে যায়।
পলাশ রাঙা স্বপ্নগুলো কেনো
দিচ্ছে উঁকিঝুঁকি,
দ্বিধাদ্বন্দ্ব মনের মাঝে আজও
করে আঁকাআঁকি।
উদাস হাওয়ায় মনের জানালায়
কার মুখটি ভাসে,
ফাল্গুনেরই রঙ লাগিয়ে চুপিসারে
বলে আমায় ভালবাসে।
অজানা ভয় দিচ্ছে হামাগুড়ি
ঝাপসা মুখটি কার?
উচ্ছল চোখ ঠোঁটে হাসি কহে
তুমি শুধু আমার।