আমলনামা গেছে ভরে
জানা অজানা পাপ,
আকুতি জানাই হে আল্লাহ
করে দাও তুমি মাফ।
দয়ার সাগর তুমি হে প্রভু
তুমি সর্বমহান,
তোমার তুল্য নেই তো কেহ
হে রহিম রহমান।
ইবলিসেরি ধোঁকায় পরে
হয়েছি অবাধ্য,
তুমি ছাড়া কে করবে মাফ
কারো নেই তো সাধ্য।
তোমার কাছেই ফিরতে হবে
দিতেই হবে ধরা,
দোজাহানের বাদশাহ তুমি
কেউ নেই তুমি ছাড়া।
পাড় করিয়ে নিও প্রভু
মিজান ও পুলসিরাত,
সৌভাগ্য করিও নসিব
রাসুলের সাফায়ত।