বিজয় মানে সাহস নিয়ে এগিয়ে যাওয়া
বিজয় মানে শান্তিতে ঘরে ঘরে খাওয়া।
বিজয় মানে রক্তিমমাখা সূর্য দেখা
বিজয় মানে মধু চন্দিমায় হাতের রেখা।
বিজয় মানে একটি কুড়িঁ একটি গোলাপ ফুল
বিজয় মানে ছন্দ তোলা ডাকাতিয়া নদের কুল।
বিজয় মানে কৃষাণ ভায়ের মুক্তঝরা হাসি,
বিজয় মানে রাখাল ছেলের মন মাতানো বাঁশি।
বিজয় মানে গ্রাম্য ছেলের দস্যিপনার সাথী,
বিজয় মানে বিজন রাতের জোঁনাক জ্বলা বাতি।
বিজয় মানে মায়ের ভাষায় গল্প-কাব্য বলা,
বিজয় মানে স্বাধীনভাবে একলা পথে চলা।
বিজয় মানে বর্জ্র কন্ঠে শিকল ভাঙার গান,
বিজয় মানে একটি যুদ্ধ লক্ষ লক্ষ প্রাণ।
বিজয় মানে লাল সবুজের নতুন একটি দ্যাশ,
বিজয় মানে দৃপ্ত কন্ঠে শাবাশ বাংলাদেশ ॥