স্টাফ রিপোর্টার : বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মা ফাতিমা আমিনকে গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর শাহবাগে ইব্রাহিম কার্ডিয়াক (বারডেম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১ মার্চ) সকালে উত্তরার ছেলের বাসায় হঠাৎ (ফাতিমা আমিন) অসুস্থ হয়ে পড়লে অ্যাম্বুলেন্সে করে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসা হয় বলে জানিয়েছেন মহাসচিবের একান্ত সহকারী কৃষিবিদ ইউনুস আলী।
তিনি বলেন, স্যারের মা সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অধ্যাপক এম এ রশিদের তত্ত্বাবধায়নে তার চিকিৎসা চলছে। হাসপাতালে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আত্মীয় স্বজনরা মায়ের পাশে রয়েছেন। ৮৬ বছর বয়সী ফাতিমা আমিন বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত। উল্লেখ্য, ফাতিমা আমিনের স্বামী প্রয়াত মির্জা রুহুল আমিন এরশাদ সরকারের আমলে মন্ত্রী ছিলেন।